Friday, August 29, 2025
HomeScrollকালিগঞ্জের সকেট বোমা ফেটে জখম গৃহবধূ

কালিগঞ্জের সকেট বোমা ফেটে জখম গৃহবধূ

নদিয়া, সন্তু সাহা:  বাড়ির দেওয়ালের উপর রাখা সকেট বোমা সরাতে গিয়ে বোমা ফেটে (bomb exploded) জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের (Kaligunge) ছোট (Choto Chandghar) চাঁদঘরের দক্ষিণপাড়ায়। আহত এক গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin) 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধুর (House Wife) বাড়ির দেয়ালের উপর একটি সকেট বোমা রাখা ছিল। আজ ওই গৃহবধূ সেই বোমাটি সরাতে বিস্ফোরণ ঘটে এবং তার ডানহাত গুরুত জখম হয়। তাঁকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বহরমপুরে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বাঘ? হাওড়ায় শুরু গ্রাম-পাহারা

পরিবারের দাবি দিন কয়েক আগে তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল কয়েকজন দুষ্কৃতী। শত্রুতাবশত কেউ বা কারা বোমাটি বাড়ির দেওয়ালের ওপর রেখে গিয়েছিল। সেই বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News